বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে শনিবার জরুরী ভিত্তিতে হাসপাতালে গিয়েছিলেন।
জানা গেছে, শনিবার কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে তার বাম পায়ের খানিকটা কেটে যায়। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে তার বাসাতেই। এদিন তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। এদিকে দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন মাশরাফিকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।
এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এখন ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই পায়ের ওপরই বড় আঘাত আসল তার। সেটি ক্রিকেট মাঠে না দুর্ঘটনার মাধ্যমে।