মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। বিসিবি একাদশ নামে ঘোষিত এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। ডাক পেয়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাট হাতে আলো ছড়ানো এনামুল হক বিজয়।
এক নজরে ১৪ সদস্যের বিসিবি একাদশ স্কোয়াড-
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দীপু, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিত হাসান এবং আবু জায়েদ চৌধুরী রাহী।