সংযুক্ত আরব আমিরাতে ঈদ-পরবর্তী আনন্দ উদ্যাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসে অবস্থানরত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের সঙ্গে ঈদের কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের ছুটির দিনগুলো আনন্দঘন করে তুলেছেন তারা।
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা এবার আনন্দমুখর ঈদ উদ্যাপন করেছেন। দীর্ঘদিন পর করোনার বিধিনিষেধ ছাড়াই উৎসবে শামিল হতে পেরে খুশি তারা। দেশটির নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পিঠা-পায়েসসহ নানা আয়োজন ছিল প্রবাসী পরিবারগুলোর মাঝে।
বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, করোনাকাল কাটিয়ে এই প্রথম আমরা অপেক্ষাকৃত মুক্তভাবে, স্বাধীনভাবে ঈদ উদ্যাপন করছি।
বাংলাদেশ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকু সৈনিক বললেন, ঈদের সময় দেশে আমরা যে আনন্দ পাই, সেটা প্রবাসজীবনে হয়ে ওঠে না। তারপরও এখানে আমরা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেক আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করেছি।
বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা বলেন, প্রায় দুই বছর পর এবার সুন্দর একটা পরিবেশে আমরা ঈদ উদ্যাপন করতে পারছি। এ জন্য খুবই ভালো লাগছে।
ঈদ উপলক্ষ্যে লম্বা ছুটি রয়েছে আরব আমিরাতে। ছুটির দিনগুলোতে প্রবাসীরা ঈদ পুনর্মিলনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এ ছাড়াও ঈদ উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।