সৌদি আরবের আকাশে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী সোমবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সৌদি আরবে ছিল ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার ৩০ রমজান পূর্ণ হবে। অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার।
সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কমিটি আজ শনিবার এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের আকাশে আজ শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামীকাল রোববার দেশটিতে শেষ রমজান পালিত হবে। ৩০ রোজা শেষে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী। সৌদি কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শনিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে। তাদের আগেই সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া সোমবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।
আগামীকাল রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।