চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ সোমবার

সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামীকাল রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র রমজানের ত্রিশতম দিন পূর্ণ হবে।

রোববার ৩০ রমজান হওয়ায় স্বাভাবিকভাবেই সোমবার হবে শাওয়াল মাসের প্রথম তারিখ। সেই হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ওই দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

করোনা মহামারি শুরু হওয়ার এবারই প্রথম মুক্তভাবে ঈদ উদযাপন করবে সৌদি আরব। দুই পবিত্র মসজিদ- হারামাইন শরিফ ও মসজিদে নববিতে ঈদের নামাজের জন্য এবার কোনো অনুমতি লাগবে না। এছাড়া থাকছে না কোনো বিধিনিষেধ।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার। শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।