আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কাবুলের খলিফা সাহিব সুন্নি মসজিদে এই হামলা ঘটেছে। জুমাতুল বিদার নামাজ শেষে মুসল্লিরা তখন জিকির-আজগারে মসগুল ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মুসল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র বিসমিল্লাহ হাবিব এ তথ্য জানিয়েছেন। এক মুসল্লি জানিয়েছেন, ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের ছাদ ও দেওয়ালের কিছু অংশ উড়ে গেছে। তার নিজের হাত ও পা পুড়ে গেছে বলেও জানার ওই ব্যক্তি।
খলিফা সাহিব মসজিদটির পাশের একটি ভবনের বাসিন্দা মোহাম্মদ সাবির জানান, বিস্ফোরণের পর বেশ কয়েকজন মুসল্লিকে মসজিদের ভেতর থেকে আহত মানুষকে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন তিনি।
তিনি আর বলেন, এত প্রচণ্ড শব্দ হয়েছিল বিস্ফোরণের সময়, মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে গেছে। এর আগে গত সপ্তাহে একটি শিয়া মসজিদেও ভয়াবহ বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটে।