বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দশ লাখ টাকা দিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিসিবিতে ঈদ উপহার হিসেবে এ টাকা পাঠিয়েছেন তিনি। আর এই টাকা পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা স্টাফরা। সেই তালিকায় আছেন অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী ও মাঠকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
টাকা পাঠানোর পরে সাকিব এ টাকা কারা কারা পাবেন নির্ধারণ করে দিয়েছেন তিনি। আর টাকাটা স্টাফদের মধ্যে সমানভাবে বন্টন করার নির্দেশ দিয়েঝেন বলেও জানা যায়। এমন ঈদ উপহার সাকিব প্রথম পাঠালেও বিসিবি’র স্টাফদের জন্য প্রথম নয়।
সাকিব আল হাসানের আগেও অনেক ক্রিকেটার ঈদ উপলক্ষ্যে এভাবে উপহার পাঠিয়েছিলেন স্টাফদের জন্য। ঝামেলা এড়াতে সাকিব নিজ হাতে স্টাফদের ঈদ উপহার না দিয়ে বিসিবির মাধ্যমে দিয়েছেন। যাতে কাজটা সুশৃঙ্খলভাবে হয়।