রেজা-নুরের দলে যোগ দিলেন সাবেক ৮ সেনা কর্মকর্তা

গণঅধিকার পরিষদের ইফতার পার্টিতে এসে নতুন এই দলে যোগ দিলেন বেশ কয়েকজন তাদের মধ্যে আটজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা।
বৃহস্পতিবার ঢাকার স্কাই সিটি গ্র্যান্ড হোটলে এই ইফতার অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের পাশাপাশি

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাও ছিলেন। গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এদিন সাবেক সেনা কর্মকর্তা, অধ্যাপক, বিচারক মিলিয়ে ২০ জনের যোগদানের খবর জানানো হয়।

এদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর বদরুল আলম সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর আবদুল মালেক ফরাজি, অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার আলী মাহমুদ খান,

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার আবদুল বাসেত, ব্যবসায়ী মো. শাহজান বাদশাহ, অধ্যাপক মাহবুব হোসেন, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুল আলমের নাম উল্লেখ করা হয়।