ইউক্রেন যুদ্ধে ৯ মের মধ্যে ‘সাফল্য চান’ পুতিন

রাশিয়ার বিজয় দিবস আগামী ৯ মে। বিশেষ দিনটি সামনে রেখে ইউক্রেনে বড় ধরনের সামরিক সফলতা দেখাতে চাইছে দেশটি। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য বলছে, যুদ্ধক্ষেত্রে যত দিন যাবে তত দ্রুত ও শক্তিশালী হামলার মুখোমুখি হবে ইউক্রেন। রাশিয়া খুব দ্রুতই দনবাস ও ক্রামাটর্স্কে আক্রমণ করতে পারে। বর্তমানে শহরটিতে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

পশ্চিমাদের দাবি, যুদ্ধক্ষেত্রে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। তবে পরিকল্পনা মতো সামরিক অভিযান চলছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা থেকে সরে এসে রুশ সেনাদের লক্ষ্য এখন মরিপোলসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস।

১৯৪৫ সালে জার্মানিকে সোভিয়েত ইউনিয়নের পরাজিত করার বিষয়টিকে স্মরণ করেই ৯ মে বিজয় দিবস পালন করে রাশিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের ধারণা, দিনটিকে সামনে রেখেই যুদ্ধকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য স্থির করতে পারেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ২ মাস ধরে চলছে সেই যুদ্ধ। এতে ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।