সতীর্থের মৃত্যুতে কাঁদলেন লিটন

ক্যানসারের সঙ্গে তিন বছরের লড়াই শেষে থেমে গেল মোশাররফ রুবেলের জীবনের পথচলা। ৪০ বছর বয়সে বিদায় নিলেন পৃথিবী থেকে। ঘরোয়া ক্রিকেটের অত্যান্ত পরিচিত মুখ, দেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা রুবেলের মৃত্যুর খবরটি খেলা নিয়ে সংবাদ সম্মেলন করার মাঝেই পান লিটন দাস।

সতীর্থকে হারানোর সেই খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে পানি চলে আসে লিটনের। তিনি বলেন, ‘খুবই কষ্টের একটি খবর। বড় ভাইয়ের সঙ্গে আমি অনেক দিন খেলেছি। স্মরণীয় হয়ে থাকবে সবসময় যে জায়গায় খেলেছি। উনি যেখানেই থাক, ভালো থাক।’

এটুকু বলার পর মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে থাকেন লিটন। পরে সাংবাদিকরা অন্য প্রসঙ্গে প্রশ্ন করা শুরু করেন টাইগার ওপেনারকে।

মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন তাকে।

মোশাররফ রুবেলের বন্ধু মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, জাহানারা আলমসহ জাতীয় দলের সাবেক-বর্তমান অসংখ্য ক্রিকেটার ফেসবুকে শোক জানিয়েছেন।

২০১৯ সালে মোশাররফ রুবেলের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুরে অস্ত্রোপচার করে টিউমার অপসারণ করা হয়। ২৪টি কেমোথেরাপির পর মোটামুটি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

কিছুদিন আগে নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। গত মাসে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে প্রায় এক মাস পর ১৫ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন রুবেল।

সূত্র : চ্যানেল আই অনলাইন