বড় সুখবর পেলেন ক্রিকেটার নাসির হোসেন। ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি। গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। প্রিমিয়ার ব্যস্ততায় ভক্তদের এই সুখবর জানাতে কিছুটা দেরি হয়েছে এই ক্রিকেটারের।
গণমাধ্যমকে নাসির জানিয়েছেন, তাঁর ছেলের নাম আব্দ মানাফ। নতুন অতিথি ও তাঁর স্ত্রী দুজনেই সুস্থ আছে বলে জানালেন এই অলরাউন্ডার। নাসির বলেন, ‘গত ৮ এপ্রিল আমাদের ছেলের জন্ম হয়েছে। কাউকে জানানো হয়নি এতদিন। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের নাম মানাফ। সবাই দোয়া করবেন।’
এর আগে গত ফেব্রুয়ারিতে ঘরোয়াভাবে স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর বেবি শাওয়ারের অনুষ্ঠান করেন নাসির। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ ফেব্রুয়ারি পোস্ট করে সবার কাছে দোয়া চান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে গোলাপি রঙের গাউনে নাসিরের সঙ্গে দেখা যায় মা হওয়ার অপেক্ষায় থাকা তামিমাকে।
সেদিন নাসির জানান, ফেব্রুয়ারিতেই ঘরোয়াভাবে বেবি শাওয়ারের অনুষ্ঠান করেছেন তারা। নতুন অতিথির জন্য মুখিয়ে আছেন এই দম্পতি। সেই সঙ্গে সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অলরাউন্ডার।