এরদোগানের অনুরোধে মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়া

চারদিকে গুলি অর বিষ্ফোনের শব্দে মারিউপোলের মসজিদে জিম্মি হয়ে পড়েছিল কতিপয় মুসলিম নাগরিক। অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে তাদেরকে উদ্ধার করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল শহরের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়ান সেনারা। এ সকল (মুসলিম) ব্যক্তিদের মসজিদে আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে (মুসলিম) জিম্মিদের বন্দী করে রাখা ২৯ উগ্রবাদী ও বিদেশী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

জেনারেল ইগর কোনাশেনকভ আরো বলেন, সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সংগঠন ‘কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস’-এর (সিআইএস) একটি সদস্য দেশের নাগরিকরা এখানে জিম্মি ছিল।

সূত্র : আল-জাজিরা