পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শনিবার ফোনে কথা বলেছেন। এ সময় সৌদি যুবরাজ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য শাহবাজ শরিফকে উষ্ণ অভিনন্দন জানান। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আলাপকালে শাহবাজ শরিফ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আরও জোরদার করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ কথোপকথনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাজা সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স সালমানকে তাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সৌদি আরবের উল্লেখযোগ্য অগ্রগতি এবং উন্নয়ন অর্জনের জন্য গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময় শাহবাজ শরিফ সৌদি আরবের ঐতিহাসিক ও অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এছাড়া তারা বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগসহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।