ইয়েমেন অভিমুখী একটি তেল ট্যাংকার আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সেনারা। জাতিসঙ্ঘের মধ্যস্থতায় ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যখন দুই মাসের যুদ্ধবিরতি চলছে তখন এই জাহাজ আটকের ঘটনা ঘটলো।
ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপাত্র ইসাম আল মুতাওয়াক্কিল বলেছেন যে হারভেস্ট নামের ওই জাহাজটিকে হুদায়দা বন্দরে প্রবেশ করার সময় সৌদি জোট বাধা দিয়েছে। জাহাজটিতে কয়েক হাজার টন জ্বালানি তেল রয়েছে।
সৌদি জোটের বর্বর হামলা ও অবরোধের কারণে ইয়েমেন মারাত্মকভাবে জ্বালানি সঙ্কটের মধ্যে রয়েছে। এই সঙ্কটের সামান্য অংশ পূরণ করার জন্য হারভেস্ট নামের জাহাজে করে ২৯ হাজার ৯৭৬ টন ডিজেল বহন করা হচ্ছিল। জাহাজটিকে ইয়েমেনের বন্দরে প্রবেশ করার জন্য জাতিসঙ্ঘের পক্ষ থেকে পরিদর্শন করা হয় এবং তাকে হুদায়দা বন্দরে ভেড়ার অনুমতি দেয়া হয়।
যুদ্ধবিরতি মধ্যে এই প্রথম সৌদি আরব ইয়েমেন অভিমুখী তেলবাহী জাহাজ আটক করেনি বরং এর আগেও তারা একই কাজ করেছে।
জাতিসঙ্ঘের মধ্যস্থতায় গত ২ এপ্রিল ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ৬ এপ্রিল ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি ঘোষণা করে, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের তেল ট্যাংকার ডেইটোনাকে আটক করে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে গেছে।
এছাড়, সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে মাঝেমধ্যে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।