পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোর পর নির্বাচন সামনে রেখে দেশব্যাপি বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার পেশোয়ারে বিক্ষোভ জনসমাবেশ করেন। সমাবেশে তিনি অনাস্থা প্রস্তাবের ভোট নিয়ে সমালোচনা করেন।
ইমরান খান বলেন, আমার কি অপরাধ ছিল যে আপনারা রাত ১২টায় আদালত বসালেন। রাতের আধারে আদালত বসালেন। অথচ আমি কোনোদিন কোনো প্রতিষ্ঠান বা আদালতের বিরুদ্ধে মানুষকে উস্কানি দেইনি।
গত ১০ এপ্রিল রাতে অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। হারের পর সমর্থকদের প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত করে সমাবেশে ইমরান খান বলেন, পাকিস্তানের জনগণ এভাবে আগে কখনো রাস্তায় নামেনি। মনে রাখতে হবে, এটা সত্তরের দশকের পাকিস্তান নয়। বর্তমান পাকিস্তান সচেতন মানুষের, সামজিক যোগাযোগ মাধ্যমের। এখানে সবাই সচেতন।
ইমরান খান আরো বলেন, আগে যখনই পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, জনতা মিষ্টি বিতরণ করেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন।