তাসকিনকে বোলিংয়ে পাচ্ছে না বাংলাদেশ

সেই উচ্ছ্বলতা নেই তাসকিন আহমেদের চোখেমুখে। টিম ম্যানেজমেন্টও তাঁকে নিয়ে উদ্বিগ্ন। ডান কাঁধে ব্যথা। তাই শনিবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে এই পেসারকে দিয়ে বোলিং করাননি বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।

শনিবার রাতে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘ডারবান টেস্টে তাসকিনের বোলিংটা মনে হয় আমরা পাব না। ’

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম ডারবান টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে রাতে জানিয়েছেন, ‘বড় কোনো চোট না। টানা খেলার কারণে ব্যথা হচ্ছে। আইস থেরাপি দেওয়া হচ্ছে। বোলিং করতেও কোন সমস্যা নেই। তবে ঝুঁকি আছে। ’

এই টেস্টে তাসকিন বোলিং করতে পারবেন কিনা, সেই রায় অবশ্য তিনি দেননি। তবে দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ‘ওকে (তাসকিন) নিয়ে আমরা কোনো ঝুঁকি নিব না। যা মনে হচ্ছে এই টেস্টে ওকে দিয়ে বোলিং করানোর সম্ভাবনা খুবই কম। ’

এই টেস্টে এমনিতেই মাত্র চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে। এমন অবস্থায় তাসকিনের মত গুরুত্বপূর্ণ বোলারের চোট বড় সমস্যা হয়েই দেখা দিয়েছে মমিনুল হকের পরিকল্পনায়।