ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে একটি গণকবরে প্রায় ৩০০ জনকে সমাহিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার (৩ এপ্রিল) বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক এসব দাবি করেছেন।বর্তমানে রুশ হামলায় সেখানকার রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে বলেও তিনি জানান।
বুচার মেয়রের বরাত দিয়ে রোববার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে বুচা শহরটি অবস্থিত এবং কিয়েভে প্রবেশ করতে হলে শহরটি পার করতে হয়।
মেয়র আনাতোলি ফেডোরুক বলেন,‘বুচায় আমরা প্রায় ৩০০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।‘ তিনি আরও বলেন,‘নিহত এই সকল মানুষকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এবং ১৪ বছরের একটি কিশোরও রয়েছে।’
ফেদেরুক বলেন, শহরের রাস্তায় এমন কিছু গাড়ি পড়ে আছে, যার ভেতরে মৃতদেহ আছে। তাদের অনেককে সপরিবার হত্যা করা হয়েছে। কেউ কেউ বুচানকা নদী পার হয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টার সময় হত্যার শিকার হয়। তবে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।গতকাল শনিবার শুধু বুচা শহরের একটি রাস্তাতেই কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখেছে তাদের প্রতিনিধিরা। নিহতদের সবার পরনে ছিল বেসামরিক পোশাক।