আইপিএলে নিজের নতুন দলের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান সুযোগ পাননি কোয়ারেন্টিনে থাকায়। পরের ম্যাচেই এসে গেল সেই সুযোগ। বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে গুজরাট টাইটান্সের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে বোলিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারের চতুর্থ বলে ম্যাথু ওয়েডকে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। এরপর দলীয় চৌচল্লিশ রানের মাথায় বিজয় শঙ্করকে ১৩ রানের প্যাভেলিয়নের ফেরান কুলদীপ যাদব।
তবে এরপর এই ঘুরে দাঁড়ায় গুজরাট। অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং শুভমান গিল মিলে গড়ে তোলেন ৬৫ রানের পার্টনারশিপ। ২৭ বলে ৩১ রান করে খলিল আহমেদ-এর বলে হার্দিক পান্ডিয়া আউট হলেও অন্য প্রান্ত থেকে তাণ্ডব চালাতে থাকেন শুভমান গিল।
দলীয় ১৪৫ রানের মাথায় গিলকে প্যাভিলিয়নে ফেরেন খলিল আহমেদ। ৪৬ বলে ছয় টিচার এবং চারটি ছক্কার সাহায্যের ৮৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন শুভমান গিল। বল হাতে শেষ ওভারে বলে নিয়ে আসেন মুস্তাফিজুর রহমান।
ওভারের দ্বিতীয় বলে তুলে নেন রাহুল তেভাটিয়ার উইকেট। এরপর ওভারের পঞ্চম বলে তুলে নেন অভিনব মনোহরের উইকেট। শেষ ওভারে তিন রানের বিনিময়ে তুলে নেন ২ উইকেট।