সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় রমজান মাসে মসজিদ থেকে নামাজের সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এই খবর জানিয়েছে।
নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ছবি তোলার জন্য মসজিদে ক্যামেরা ব্যবহার এবং সব ধরনের মিডিয়ার মাধ্যমে নামাজের লাইভ স্ট্রিমিংও নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ পবিত্র রোজার মাসের আগে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকাগুলোর একটি।
মন্ত্রণালয় আরও বলেছে, যে সংস্থাগুলো ইফতার প্রকল্পের পরিকল্পনা করছে তাদের অবশ্যই অনুমোদনের জন্য আবেদন জমা দিতে হবে এবং মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এতে আরও জোর দেওয়া হয়েছে যে, রমজান মাসে মসজিদে মুসল্লিদের ইফতারের খাবার বিতরণকারী বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের সঙ্গে সমন্বয় করতে হবে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেসরকারী সংস্থা এবং ইফতার পার্টির আয়োজনকারী ব্যক্তিদের অবশ্যই মন্ত্রণালয়ের অনুমোদিত মান নির্দেশিকা এবং প্রবিধানগুলোর সেট মেনে চলতে হবে এবং ইফতারের খাবার বিতরণ করার সময় তাদের অযথা খরচ ও অপচয় করা উচিত নয়।
তারা পৌরসভার লাইসেন্সকৃত দোকান থেকে খাবার কিনতেও বাধ্য। যদি তারা ইফতারের খাবারের জন্য অনুদান পান তবে তাদের অনুমোদিত দোকান থেকেই তা সংগ্রহ করতে হবে।
যেসব প্রতিষ্ঠান ইফতার প্রকল্পের পাশাপাশি দাওয়া (ধর্ম প্রচার) অনুষ্ঠানের পরিকল্পনা করছে তাদের অবশ্যই লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে, রমজানে তাঁবুর ভেতরে ইফতার পার্টি আয়োজনের পরিকল্পনাকারী সংস্থাগুলোকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তাঁবুর জন্য অনুমোদিত বৈশিষ্ট্য এবং মান মেনে চলতে হবে। উপরন্তু, তাদের অবশ্যই রমজান তাঁবু স্থাপনের জন্য সিভিল ডিফেন্সের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং জরুরী পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের জারি করা নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে।
নির্দেশিকাগুলো সেই সংস্থাগুলোর জন্যও প্রযোজ্য হবে যেগুলো মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নয়, যদি তারা রাজ্য জুড়ে মসজিদগুলোতে ইফতার খাবারের প্রকল্প করতে চায়।