এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে তাঁর পদ হারানোর শঙ্কা আছে। এমন সময়ে এ অনাস্থা ভোট ইস্যুতে ইমরানের পক্ষে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। শহিদ আফ্রিদি বলেন, অন্তত একটি নির্বাচিত সরকারকে তার মেয়াদ সম্পূর্ণ করতে দেওয়া হোক। গতকাল বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
এদিন ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ইস্যুতে শহিদ আফ্রিদি তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘পাকিস্তানের স্বাধীনতার ৭৪ বছর চলছে। আল্লাহর দোহাই, অন্তত একটি নির্বাচিত সরকারকে তাদের সাংবিধানিক মেয়াদ সম্পূর্ণ করতে দিন।’ এর মাধ্যমে শহিদ আফ্রিদি মূলত ইমরান খানের সরকারকে সমর্থন করলেন। তার মতে, ৭৪ বছর ধরে যা চলছে তা শোধরাতে সময় লাগবে।
ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি এমন সময়ে এ মন্তব্য করলেন যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়ার প্রক্রিয়া চালু করতে যাচ্ছে বিরোধী দলগুলো। রোববার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন ইমরান খান। এ অনাস্থা ভোটের ফলে ইমরান খানের পতনেরও শঙ্কা আছে।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার একটি চক্রান্তের খবর দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ইমরানকে সরাতে পার্লামেন্টে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে চলমান নাটকীয়তার মধ্যে আজ শুক্রবার ফাওয়াদ একথা জানান, খবর দ্য ডনের।তিনি বিলেন, ‘(নিরাপত্তা সংস্থাগুলোর) সেসব প্রতিবেদনের পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।,
এদিকে ‘দেশ বিক্রি করতে না চাওয়ায়’ ইমরানকে গুপ্তহত্যার চক্রান্ত চলছে বলে কয়েকদিন আগে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফয়সাল ভাবদা অভিযোগ করেছিলেন। এআরআই নিউজের ‘অফ দ্য রেকর্ড’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ভাওদা এ অভিযোগ করেন।