বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়ার সুযোগ

‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’-এর আওতায় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদেরও বিনা খরচে পূর্ণ সময়ের স্নাতক বা স্নাতকোত্তর পড়ার সুযোগ দেবে দেশটির সরকার।

এই স্কলারশিপের জন্য নির্বাচিতদের পুরো খরচ বহন করে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড। এই প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অগ্রাধিকারের ভিত্তিতে দীর্ঘমেয়াদী অধ্যায়ন ও গবেষণার সুযোগ পান।

এই স্কিমের অধীনে একজন শিক্ষার্থীর যেসব খরচ বহন করা হবে, তার মধ্যে আছে সম্পূর্ণ টিউশন ফি, বিমানে আসা-যাওয়ার টিকেট, আবাসন, পড়াশোনার আনুষঙ্গিক জিনিসপত্র ক্রয়, জীবনযাত্রা ভাতা, স্বাস্থ্য বীমা এবং প্রি-কোর্স ইংলিশ।

আবেদন করা যাবে এই ওয়েবসাইটে