মসজিদের লাউডস্পিকার ব্যবহার সীমাবদ্ধ করেছে সৌদি আরব। পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও নামাজের ঠিক আগমুহূর্তে ইকামতে লাউডস্পিকার ব্যবহার সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছে দেশটি। গতকাল শনিবার (২৬ মার্চ) এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটির সব মসজিদ সংশ্লিষ্টদের এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
বিবৃতিতে লাউডস্পিকার ব্যবহারে শব্দের মাত্রা অ্যামপ্লিফায়ার ভলিউমের এক তৃতীয়াংশের বেশি না করতে বলা হয়। এর আগে গত সপ্তাহে রমজান মাসে সব ধরনের যোগাযোগ মাধ্যমে মসজিদ থেকে নামাজের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞাসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া মসজিদে ইমাম ও মুসল্লিদের ছবি তুলতে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়।
পবিত্র রমজান মাসে দেশটির মসজিদে ইফতার বিতরণে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা ইফতার পরিবেশ করা যাবে। এক্ষেত্রে খবার পরিবেশনে অপচয়রোধসহ সব নির্দেশনা পালন করতে হবে।
আগামী শুক্রবার (১ এপ্রিল) রমজান মাসের চাঁদ দেখার নির্দেশনা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২ এপ্রিল রমজান মাস শুরু হওয়ার কথা।
সূত্র : গালফ নিউজ