দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজের নামের সুবিচার করতে পারেননি মোস্তাফিজু রহমান। তিন ম্যাচেই ছিলেন উইকেটশূন্য। এমন ফর্ম নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগ দিতে যাচ্ছেন এ কাটার মাস্টার। সাকিব দল না পাওয়ায় এবারের আইপিএলে বাংলাদেশি তারকাদের মধ্যে মোস্তাফিজই একমাত্র।
যদিও দ্বিতীয় তারকা হিসেবে মোস্তাফিজের সঙ্গে ভারতের বিমানে চড়তে পারতেন আরেক পেসার তাসকিন আহমেদ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি না মেলায় আইপিএলে খেলা এবারের মতো হাতছাড়া হলো তাসকিনের।
টেস্ট স্কোয়াডে নাম থাকায় আইপিএলে সুযোগ পেয়েও ‘না’ বলে দিয়েছেন তাসকিন। এ জন্য জাতীয় দলের সতীর্থকে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই বলার নেই মোস্তাফিজের।
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের বিমান ধরার আগে সংবাদমাধ্যমকে মোস্তাফিজ বলেন, ‘আমাদের দলের (বাংলাদেশ) খেলা আছে। তাসকিন এখন আমাদের সেরা বোলার। এজন্য এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই।’
এবার মেগানিলামে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। সাকিব না থাকায় এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে কেবল মোস্তাফিজের ওপর।
এ বিষয়ে এ কাটার মাস্টার বলেন, ‘আগে যেমন হতো যে আমি আর সাকিব ভাই খেললে বাংলাদেশের মানুষ দুটা দলে ভাগ হয়ে যেত। এবার সবাই আমার দিকেই দেখবে। কারণ এ বছর সাকিব ভাই সব সংস্করণে (জাতীয় দলে) আছেন এজন্য সুযোগ পাননি।’
ক্ষার অবসান হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীর। আজ বৃহস্পতিবার ২৪ মার্চ তিনি যোগ দিতে পারবেন চেন্নাই সুপার কিংসে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ও তার পরিবার নিশ্চিত করেছে, ভিসা জটিলতা কেটেছে মঈন আলীর। ভারতে যেতে আর কোনো বাধা থাকছে না এই ইংলিশ অলরাউন্ডারের।
এ বিষয়ে মঈনের বাবা মুনির আলী বলেন, ‘গতকাল সে কাগজপত্র পেয়েছে এবং উড়াল দিতে প্রস্তুত।’ সিএকেএ’র প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন জানান, ‘সন্ধ্যায় তিনি (মঈন) মুম্বাই পৌঁছাবেন এবং সরাসরি আইসোলেশনে চলে যাবেন।’ এর আগে ভিসা জটিলতার কারণে মঈন আলীর ভারত সফর আটকে যায়।
আসন্ন আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল চেন্নাই। কিন্তু সেই সমস্যার সমাধান হলেও টুর্নামেন্টের শুরু থেকেই এই অলরাউন্ডারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম ম্যাচে গত আসরের রানার-আপ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের জন্য হাতে যথেষ্ট খেলোয়াড় আছে জানান বিশ্বনাথন।
এ ব্যাপারে চেন্নাইয়ে প্রধান নির্বাহী বলেন, ‘তাকে মঈন) প্রথম ম্যাচে কেকেআরের বিপক্ষে পাওয়া যাবে না। তবে আমরা তাকে পেয়ে উচ্ছ্বসিত যে, সব অনিশ্চয়তার অবসান হয়েছে।’ আগামী শনিবার ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই।