অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলীর। আজ বৃহস্পতিবার ২৪ মার্চ তিনি যোগ দিতে পারবেন চেন্নাই সুপার কিংসে। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ও তার পরিবার নিশ্চিত করেছে, ভিসা জটিলতা কেটেছে মঈন আলীর। ভারতে যেতে আর কোনো বাধা থাকছে না এই ইংলিশ অলরাউন্ডারের।
এ বিষয়ে মঈনের বাবা মুনির আলী বলেন, ‘গতকাল সে কাগজপত্র পেয়েছে এবং উড়াল দিতে প্রস্তুত।’ সিএকেএ’র প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন জানান, ‘সন্ধ্যায় তিনি (মঈন) মুম্বাই পৌঁছাবেন এবং সরাসরি আইসোলেশনে চলে যাবেন।’ এর আগে ভিসা জটিলতার কারণে মঈন আলীর ভারত সফর আটকে যায়।
আসন্ন আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচেও তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল চেন্নাই। কিন্তু সেই সমস্যার সমাধান হলেও টুর্নামেন্টের শুরু থেকেই এই অলরাউন্ডারকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। প্রথম ম্যাচে গত আসরের রানার-আপ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই। এই ম্যাচের জন্য হাতে যথেষ্ট খেলোয়াড় আছে জানান বিশ্বনাথন।
এ ব্যাপারে চেন্নাইয়ে প্রধান নির্বাহী বলেন, ‘তাকে মঈন) প্রথম ম্যাচে কেকেআরের বিপক্ষে পাওয়া যাবে না। তবে আমরা তাকে পেয়ে উচ্ছ্বসিত যে, সব অনিশ্চয়তার অবসান হয়েছে।’ আগামী শনিবার ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই।