দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তবে সেটা ঘরের মাঠে। ২০১৫ সালে প্রোটিয়াদের ২-১ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দল। তবে তাদের মাটিতে সাফল্য খুবই কম। এই সিরিজেই যে কোনো ফরম্যাটে প্রথম জয় পায় বাংলাদেশ। এবার আরেকটি কীর্তি গড়ার সুযোগ তামিম-সাকিবদের সামনে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সাফল্যে আত্মবিশ্বাসী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে অনেক বড় দলের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি। দেশের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য রয়েছে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে যদি আমরা সিরিজ জিততে পারি, আমাদের দল অনেক ওপরে যাবে। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। ক্রিকেটাররা আত্মবিশ্বাসী।’
অভিজ্ঞ এই অলরাউন্ডার আরো বলেন, ‘সবাই ভালো ক্রিকেট খেললে, ম্যাচটা জিততে পারি। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে। আমরা আত্মবিশ্বাসী। এখনও আমরা লড়াইয়ের ভেতরেই আছি। আমরা একটা জিতেছি, ওরা একটা। যেহেতু প্রথম ম্যাচ আমরা এখানে জিতেছি, আত্মবিশ্বাসটা সবারই ভালো পর্যায়ে। রানটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি রান করতে পারি, বোলারদের জন্য সহজ হয়ে যায়।’
শেষ ওয়ানডেতে খেলবেন সাকিব আল হাসান। তাঁর সম্পর্কে মিরাজ বলেন, ‘সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত, আমরা সবাই জানি। পারিবারিক ইস্যু তো অনেক বড়। এই সময়ে সবাই সাপোর্ট করছেন তাকে।’
সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে টাইগাদের এটি প্রথম সাফল্য। ১৯ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারে তারা।
দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি। এদিকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।