১৩২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম

চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকা গুয়াংশিতে দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যাত্রাবাহী একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু মিলিয়ে মোট ১৩২ জন ছিল বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

জানা যায়, সোমবার সকালে দেশটির গুয়াংশি অঞ্চলের একটি পাহাড়ে ছয় বছরের পুরোনো বিমানটি বিধ্বস্ত হয়। পাহাড়ে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিসহ আশেপাশের গাছে আগুন ধরে যায়। দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে বিমানটি আকাশে উড়ে। প্রায় তিন হাজার ২২৫ ফুট উপর দিয়ে বিমানটি অন্য একটি শহরে যাচ্ছিল।

প্রাথমিকভাবে বিমানটি বিধ্বস্তের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। উদ্ধারকর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধারে কাজ করছে। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা কম। এখনও চীনা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া, তিনি ঘটনার সুষ্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পরে দেশটির বিমান কোম্পানির ওয়েবসাইট সাদা ও কালো রং করার মাধ্যমে শোক প্রকাশ করা হয়েছে।