এখন বাকি রইল অস্ট্রেলিয়া ও পাকিস্তান

চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্গ ভাঙার মিশন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল। ৩২-০ স্কোরলাইন থেকে ৩৩তম বারের চেষ্টায় কিউই দুর্গ ভেঙেছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকা সফরে এবার বাংলাদেশ গিয়েছিল ২০ বছরে তিন ফরম্যাটে টানা ১৯ ম্যাচ হারের গ্লানি নিয়ে।

গতকাল শুক্রবার সেঞ্চুরিয়নে প্রথম চেষ্টাতেই পরম আরাধ্য জয়ের দেখা পেল তামিম ইকবালের দল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথম হারানোর গৌরব অর্জন করল টাইগাররা। ৩৮ রানের দুর্দান্ত জয়ে আফ্রিকার মাটিতে জয়ের খাতা খুলল বাংলাদেশ দল। প্রতিপক্ষের মাটিতে তাদেরকে হারানোর মিশনে পরিপূর্ণতা এখনও আসেনি। বাংলাদেশের এই শিকারের তালিকায় এখনও বড় দুটি দল বাকি রয়েছে।

এদিকে নিজেদের ইতিহাসে কখনোই পাকিস্তান ও অস্ট্রেলিয়া দলকে তাদের মাটিতে হারাতে পারেনি টাইগাররা। অর্থাৎ স্বাগতিকদের হারানোর মিশন এখন সম্পন্ন করতে পারেনি বাংলাদেশ। গত ১৯৯৯ সালে এডিনবার্গে স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ দল, সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। যার মাধ্যমে প্রতিপক্ষকে তাদের মাটিতে হারানোর মিশন শুরু হয়।

এরপর ২০০৪ সালে হারারেতে ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে প্রথমবার তাদের মাটিতে হারিয়েছিল টাইগাররা। ২০০৬ সালে নাইরোবিতে এই তালিকায় যুক্ত হয় কেনিয়ার নাম, এটিও ওয়ানডে ম্যাচ। ২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টেস্টে হারায় বাংলাদেশ। হোম কন্ডিশেন টাইগারদের কাছে এটিই ছিল তাদের প্রথম হার।

এরপর ২০১০ সালে মাশরাফির নেতৃত্বে ব্রিস্টলে ওয়ানডেতে ইংল্যান্ড বধের গল্প লিখে বাংলাদেশ। একই বছর বেলফাস্টে আয়ারল্যান্ডকেও হারিয়েছিল টাইগার বাহিনী। ২০১২ সালে হেগে টি-২০ তে বাংলাদেশের কাছে হেরেছিল নেদারল্যান্ডস। ২০১৩ সালে পাল্লেকেলেতে প্রথমবার ওয়ানডেতে বাংলাদেশের কাছে পরাজিত হয় শ্রীলঙ্কা। ২০১৯ সালে দিল্লিতে ভারতও বাংলাদেশের শিকারের তালিকায় যুক্ত হয়। টি-২০ তে ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত।