ইউক্রেন যুদ্ধ: সাহায্যসামগ্রী নিয়ে গাড়ি চালিয়ে পোল্যান্ডের পথে ডেভিড ক্যামেরন

রুশ বাহিনীর সামরিক হামলায় ইউক্রেনের জনজীবন বিপর্যস্ত। ৩০ লাখের বেশি মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে সেখানে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা করছে বিশ্লেষকরা। সীমিত পরিসরে হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে সাহায্যসামগ্রী প্রেরণ করা হচ্ছে।

ইউক্রেনের ঘটনা বাকিদের মতো যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও ব্যথিত করেছে। এবার নিজে নিজেই গাড়ি চালিয়ে ইউক্রেনের নাগরিকদের জন্য বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন ডেভিড ক্যামেরন।

বিবিসি জানায়, গত দুই বছর ধরে চিপি লারডার নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরন। এ সংগঠনের মাধ্যমে সংগ্রহ করা কাপড়, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরন।

গাড়িসহ একটি ছবি টুইটারে পোস্ট করে ক্যামেরন লিখেছেন,‘আমি এখন গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আছেন চিপি লারডারের দুজন সহকর্মী। আমাদের সংগ্রহ করা সাহায্যসামগ্রী রেডক্রসের কাছে পৌঁছে দিতেই পোল্যান্ড যাচ্ছি। এটা খুবই দীর্ঘ এক যাত্রাপথ হতে যাচ্ছে। যাত্রাপথের হালনাগাদ আপনাদের জানাব।’