লিটন, সাকিব ও ইয়াসিরের ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে বিশাল রানের টার্গেট দিল বাংলাদেশ

সাকিব, লিটন ও ইয়াসিরের ফিফটিতে ৩১৪ রান করলো বাংলাদেশ ফলে দক্ষিণ আফ্রিকা ৩১৫ রানের বিশাল টার্গেট ছুড়ে দিল বাংলাদেশ। ১৬ বলে ২৫ রান করে ফিরলেন রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির করে সাকিবের সঙ্গি হলেন ইয়াসির আলি।

ফিরলেন ৪৪ বলে ৫০ রান করে। এর আগে সাকিব ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে আউট হন। বর্তমানে তিনি ৫৭ বলে ৭৭ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ইয়াসির আলী। তিনি ৩৯ বলে ৪১ রানে অপরাজিত আছেন।

দলীয় ৩৩.২ বলে ১৫০ রান পার করে বাংলাদেশ। এর আগে মহারাজের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানের পথ ধরে মুশফিকুর রহিম। ১২ বলে ৯ রান করেন তিনি। দলীয় ৯৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৭ বলে ৪১ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন অধিনায়ক তামিম ইকবাল। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি তার পার্টনার লিটন দাস। ফিফটি হাঁকিয়ে বিদায় নেন তিনি। ৬৭ বলে ৫০ রান করেন লিটন দাস।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ টস হেরে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

দক্ষিণ আফ্রিকা একাদশ: জানেমান মালান, এইডেন মারক্রাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেররেন্নে (উইকেটরক্ষক), দাভিদ মালান, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেলুকায়ো, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, মারকো জ্যানসেন এবং লুঙ্গি এনগিডি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শ্রিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে:

টস: দক্ষিণ আফ্রিকা

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৫৮/৩ ( ওভার ৪৪) মিরাজ ১৯* তাসকিন ৭*, রিয়াদ ২৫*, আফিফ ১৭, সাকিব ৭৭, ইয়াসির ৫০, মুশফিক ৯, তামিম ৪১, লিটন ৫০।

(মহারাজ ১০-৫১-২, জ্যানসেন ১০-৫৭-২, ফেলুকায়ো ১০-৬১-১, রাবাদা ১০-৫৭-১, লুঙ্গি এনগিডি ১০-৭৫-১)