প্রবাসীদের দারুন সুখবর দিল মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস

এশিয়ার মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চলমান রিক্যালিব্রেশন কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশ। হাই কমিশনের পাসপোর্ট শাখা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার ১৫ মার্চ কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ থেকে ২০ মার্চ ও ২৭ থেকে ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্টের অনলাইন স্লিপ গ্রহণ চলবে এবং একই দিনে দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে আম্পাংয়ের ১৬৬ জালান বেসারে বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট শাখায় ডেলিভারি দেবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি ডেলিভারি সার্ভিসটি শুধুমাত্র যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে কেবলমাত্র তারাই গ্রহণ করতে পারবে।

পাশাপাশি পাসপোর্ট ডেলিভারির জন্য চলমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সঙ্গে চলমান থাকবে। যারা ইতোমধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করেছে তাদের পাসপোর্ট নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে বলেও জানানো হয়।

ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/poslaju এই ঠিকানায় প্রবেশ করে চাহিত তথ্য পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনের ২ কর্মদিবস পর উক্ত লিংকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয় একটি ট্র্যাকিং নম্বর/বারকোড প্রদর্শন হবে।

আর ওই ট্র্যাকিং নম্বর/বারকোড দিয়ে pos.com.my লিংকে Track and Trace অপশনে সার্চ করলে উক্ত পাসপোর্টের হালনাগাদ সম্পর্কে জানা যাবে। সেবাপ্রত্যাশীরা তাদের পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই পুরাতন মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি এবং ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে সশরীরে উপস্থিত থেকে নিজের পাসপোর্ট নিজেই সংগ্রহ করতে হবে।

এ ছাড়া মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছেন তাদের ১২ রিঙ্গিত ও সাবাহ সারওয়াকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ২০ রিঙ্গিত সার্ভিস চার্জ দিয়ে উল্লিখিত পোস লাজুর অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।