ইউক্রেন ইস্যুতে কিম জং উনকে পাশে পেলেন পুতিন

ষষ্ঠ দিনের মত ইউক্রেনে চলছে রুশ বাহিনীর সামরিক অভিযান। ইউক্রেনে একের পর এক হা;ম;লা ও বি;স্ফো;রণ চালাচ্ছে রুশ বাহিনী। তবে রুশ বাহিনীর আগ্রাসন প্র;তিহত ;করতে ল;ড়াই করে যা;চ্ছে ইউক্রেনী;য় সেনারা। এই লড়া;ইয়ে দুই দেশের হাজার হাজার সেনা নি;হ;ত হয়েছে।

এদিকে ইউক্রে;নে চলমান রুশ আ;গ্রাসন নিয়ে অবশেষে নীর;বতা ভাঙ;লো উত্তর কোরিয়া। এই সংঘাতের জন্য পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছা;চারী আ;চরণ’ দায়ী ব;লে জানিয়েছে কিম জং উন প্রশাসন।

সোমবার এক বিবৃ;তিতে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্র;ণালয় অভি;যোগ করেছে, অন্যান্য দেশের বিরু;;দ্ধে পশ্চিমা দেশগুলো ‘ক্ষমতার অ;পব্য;বহার’ করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার এই সংঘাতের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপ;ত্যবাদী নীতি। যার মাধ্যমে পশ্চিমারা অন্যান্য দেশগুলোর বিরু;দ্ধে স্বেচ্ছা;চার ও ক্ষম;তার অপব্য;বহার করে। এস;ময় আফগা;নিস্তান, লিবিয়া ও ই;রাকে পশ্চি;মাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করে উত্তর কোরিয়া।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউ;ক্রেনে সামরি;ক অভি;যান চা;লায় রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ান বাহিনীর এই আগ্রাসন এখনও অব্যাহত রয়েছে। গতকাল বেলারুশে দুই দেশের প্রতিনিধি দল শান্তি আলোচনায় বসেছিল। কিন্তু কোনো সমাধানে পৌঁছাতে পারেনি তারা।