হঠাৎ শেষ হলো গাড়ির তেল, সাহায্য চাইতে গিয়ে ইউক্রেনে বন্দি দুই রুশ সেনা

এবার ইউক্রেনে প্রবল প্রতিরোধের মু;খে পড়;তে হচ্ছে রু;শ সে;নাদের। ইতি;মধ্যেই ইউক্রেন দাবি করেছে প্রায় সাড়ে পাঁচ হাজার রুশ সেনাকে খ;ত;ম করেছে তারা।

বহু সেনাকে বন্দি বানা;নো হয়েছে। যদিও রাশিয়া সেই দাবি নস্যাৎ করেছে। সেনা হ;ত্যার দাবি এবং পা;ল্টা দাবির মধ্যে;ই ইউ;ক্রেনের একটি ঘ;টনা ভা;ইরাল হয়েছে।

সে দেশের সাংবাদিক ইলিয়া পোনোমারেঙ্কো দুই রুশ সেনার একটি ছবি টুইট করেছেন। সেখানে তাঁর দাবি, এই দুই রুশ সেনাকে ব;ন্দি বানানো হয়েছে।

পোনোমারেঙ্কোর দাবি, খারকিভে হামলা চালানোর সময় মাঝপথেই এই দুই রুশ সেনার গাড়ির তেল ফুরিয়ে যায়। তখন তাঁরা সেখানকার একটি থানায় গাড়ির জ্বালানির জন্য সাহায্য চাইতে যান।

যাদের ঘরে ঢু;কে হা;ম;;লা চালাচ্ছে, তাদের কা;ছেই সাহায্য! দুই রু;শ সে;নাকে দেখামা;ত্রই ঘি;রে ধ;রে পুলিশ। তার পর ওই দু’জন;কে যু;দ্ধব;ন্দি বা;নানো হয়েছে। আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কিভে হা;ম;লা চালাতে গিয়ে মাঝপ;থেই খারাপ হয়ে যা;য় রু;শ সে;নাদের একটি ট্যাঙ্ক।

সেটিকে ঘিরে তাঁরা দাঁড়িয়েছিলেন। সে সময় রাস্তা দিয়ে এই ইউক্রেনীয় গাড়িচালক যাচ্ছিলেন। গাড়ি থামিয়ে ঠাট্টা করে তিনি বলেন, ‘‘আমার গাড়ি দিয়ে ট্যাঙ্ক টেনে নিয়ে গিয়ে রাশিয়ায় পৌঁছে দেব নাকি!