রাশিয়ার সঙ্গে যোগ দিলো চেচেন সৈন্যরা

চেচনিয়া অঞ্চলের মুসলিম নেতা রমজান কাদিরভ বলেছেন, রাশিয়ান সেনাদের সঙ্গে যোগ দিতে তিনি তার সৈন্যদের ইউক্রেনে মোতায়েন করেছেন।

অনলাইনে এক ভিডিও পোস্টে তিনি বলেন, চেচেন সৈন্যরা এখন পর্যন্ত সাফল্যের সঙ্গে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো কোনোরকম হতাহত ছাড়াই দখল করেছে। বিবিসি অনলাইনে ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, দক্ষিণ রাশিয়ান এই প্রজাতন্ত্রের নেতা কাদিরভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মিত্র। কাদিরভের অনুগত সৈন্যদের নৃশংসতার জন্য কুখ্যাতি রয়েছে এবং তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ইউক্রেনে এই আক্রমণের প্রতি আত্মপক্ষ সমর্থন করে রমজান কাদিরভ বলেন, ইউক্রেন আক্রমণের পুতিনের এই সিদ্ধান্ত দেশটি ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালানো থেকে মস্কোর শত্রুদের বিরত রাখবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।