ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে বাইডেন

ইউক্রেনের আকাশে এখন গোলা-বারুদের গন্ধ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরা;পত্তা বাহিনীর তুমু;ল ল;ড়াই চলছে।

এ অবস্থায় ইউক্রেনকে ‘তাৎক্ষণিক সামরিক সহায়তা’ হিসেবে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দিতে একটি আদেশের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা আইনের কোনো বিধানের তোয়াক্কা না করেই ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত ‘ইউক্রেনকে অবিলম্বে সামরিক সহায়তা’ প্রদান করবে।

আদেশে আরো বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা নিবন্ধ এবং পরিষেবা এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে আরো ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।