ইউক্রেনে ২০০ এয়ার ডিফেন্স রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস

এবার ইউক্রেনে যত দ্রুত সম্ভব ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার আজ শনিবার পার্লামেন্টে এক চিঠিতে এ কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে নেদারল্যান্ডস ২০০টি এয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে। মাসের শুরুতে ইউক্রেনে রাইফেল, গোলাবারুদ, রাডার সিস্টেম এবং মাইন-ডিটেক্টিং রোবট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। সেসবের পাশাপাশি এবার এই ২০০ এয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে।

এদিকে নিরাপত্তা অবস্থার অবনতির কারণে পশ্চিম ইউক্রেনীয় শহর লভিভ থেকে ডাচ দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের ওপারে জারোস্লোতে স্থানান্তর করা হবে বলেও ওই চিঠিতে বলা হয়েছে। তাছাড়া ইউক্রেনে রাশিয়ার হা;ম;লা মোকাবেলায় দেশটিতে সামরি;ক সর;ঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের ২৭ দেশ।