অবশেষে পিছু হটলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি!

রুশ সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর বোমা বর্ষণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের জেলেনস্কি। আল জাজিরা জানায়, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও পুতিনের সঙ্গে ফোনালাপের জন্য সময় নির্ধারণ করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের মনোভাব জানতে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। পাশাপাশি, যুদ্ধের পরিবর্তে ‘শান্তিপূর্ণ সমাধান’ চান।

সম্প্রতি, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহীদের গোলাবর্ষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের দুই সেনা নিহত হয়েছে।

ইউক্রেনের দাবি, পাল্টা আক্রমণের মাধ্যমে তাদেরকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য প্রলুব্ধ করছে রাশিয়া। যদিও তারা সে ফাঁদে পা দিবে না বলে জানিয়েছে দেশটি।

এ সংঘাতকে কেন্দ্র করে পূর্ণ মাত্রায় যেকোনো সময় রাশিয়া হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ইউক্রেনের সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পরিবর্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া।

যদিও রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি প্রত্যাহার করেছে। এ ছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান সংঘাতকে তাদের ‘অভ্যন্তরীণ’ ঘটনা বলে দাবি করেছে।