উপসাগরীয় দেশ কুয়েত ৭ ঘন্টা অফিসিয়াল কাজের সময় নির্ধারন করে ও ১০০% জনবলসহ স্বাভাবিক কার্যক্রম শুরু হবে আগামী ১৩ মার্চ থেকে। সিভিল সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা থেকে এই তথ্যে নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
করোনার ২য় দফা সংক্রমণের তীব্রতা কেটে উঠতে কাজ করছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে সিভিল সার্ভিস কমিশনের টুইটারে আরো বলা হয়েছে যে, করোনা পরবর্তী ১০০% কাজে ফিরে যেতে কাজ করছে কমিশন। এর আগে গতকাল সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে নামাজে দুরত্বে দাঁড়ানো বাতিল, ২০ ফেব্রুয়ারী থেকে আগতদের জন্য পিসিআর ও কোয়ারান্টাইন বাতিল করা হয়।
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাসরত প্রবাসী নাগরিকদের মধ্যে প্রায় ১.২২ মিলিয়ন প্রবাসী অল্প শিক্ষিত’বা মাধ্যমিক পাশ কিংবা আরো কম।
জানা গেছে, ১.২২ মিলিয়ন পুরুষ ও মহিলা অভিবাসীর শিক্ষকতার যোগ্যতা সাধারণ মাধ্যমিক বা তার কম, যা কুয়েতের শ্রম বাজারে মোট বাসিন্দার ৮২.৫% হার, যার সংখ্যা ১.৪৭৯ মিলিয়ন পুরুষ ও মহিলা৷
বিস্তারিত তথ্যে বলা হয়েছে যে, কুয়েতে কর্মরত প্রবাসীদের সংখ্যা উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা এবং এর সমতুল্য ৩৩৫.২৮, এবং যাদের একটি মধ্যবর্তী সার্টিফিকেট রয়েছে তাদের সংখ্যা ৭৩৯.৫ জন।
১৩৯.২৭ প্রবাসী পুরুষ ও মহিলাদের প্রাথমিক ডিগ্রি রয়েছে, এবং ৭.৫০৩ জন পুরুষ ও মহিলা পড়তে এবং লেখতে পারেন এবং নিরক্ষর রয়েছে প্রায় ২ লাখ ৮৬ হাজার ।