নতুন পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভিশন-২০৩০ এর অংশ হিসেবে নাগরিকদের জন্য নতুন ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্টের উদ্বোধন করেছে সৌদি আরব। গত বৃহস্পতিবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাসপোর্ট কার্যালয় পরিদর্শনের সময় ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। খবর আরব নিউজের।

জানা গেছে, সৌদি ইলেকট্রনিক পাসপোর্টে একদিকে যেমন বাহ্যিক রঙের পরিবর্তন করা হয়েছে, তেমনি পরিবর্তন আনা হয়েছে নিরাপত্তা বৈশিষ্ট্যেও। এছাড়া বিশদ বিবরণ ও বিষয়বস্তুর পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়েছে এই পাসপোর্টকে। এর বাহকের ব্যক্তিগত ডেটা ও ফটোগুলোকে সুরক্ষিত করার জন্য একটি ইলেকট্রনিক চিপ রয়েছে, যার ফলে আন্তর্জাতিক সীমান্তে স্মার্ট গেটে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা যাবে।

নতুন ইলেকট্রনিক পাসপোর্টটি সর্বোচ্চ আধুনিক নিরাপত্তা প্রযুক্তির সাথে ডিজাইন করা হয়েছে এবং এটি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ। ইলেকট্রনিক পাসপোর্টের ডেটা কার্ডে পাসপোর্টধারীর তথ্য, বিভিন্ন প্রযুক্তির তিনটি ছবি এবং ডিজিটাল পোর্টালের মাধ্যমে পাসপোর্ট ডিজিটালভাবে যাচাই করার সুযোগ রয়েছে।

সৌদি আরবের ভিশন-২০৩০ এর অংশ হিসেবে দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে ই-পাসপোর্ট চালু করা হলো। তবে এখন পর্যন্ত আগের পাসপোর্ট পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়নি। নতুন পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে মক্কা ক্লক টাওয়ারের মতো রাষ্ট্রের সবচেয়ে প্রসিদ্ধ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ল্যান্ডমার্কগুলোর ছবি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ ইলেকট্রনিক পাসপোর্ট উদ্বোধন করেন। এ প্রকল্পের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া আশর্ক আল আওসাত বলেছেন, নতুন পাসপোর্টের ওয়াটারমার্ক ও সুনির্দিষ্ট সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে এটি জাল করা কঠিন।

তিনি আরো উল্লেখ করেন, ই-পাসপোর্টের নতুন সংস্করণটিতে পাসপোর্টধারীর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে, যা বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করার সময় প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করা সহজ করে তুলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ) এর সমন্বিত প্রচেষ্টার ফল হিসেবে ই-পাসপোর্টটি চালু করা হয়েছে।