সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর জেলার ১৭ ইউনিয়নের ৩টিতে জয় পেলেও ১৪টি ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে।নির্বাচনে অন্যান্যদের মধ্যে বেসরকারি ফলাফলে বিদ্রোহী-৫, বিএনপি-২ ও জামায়াতের ৭ প্রার্থী বিজয়ী হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিতরা হলেন,১ নং খোড়াগাছ ইউনিয়নে আসাদুজ্জামান (মোটর সাইকেল) আওয়ামী লীগের বিদ্রোহী,২ নং রাণীপুকুর ইউনিয়নে আবু ফরহাদ পটু (স্বতন্ত্র- ঢোল আওয়ামী লীগ বিদ্রোহী),৩নং পায়রাবন্দ ইউনিয়নে মাহবুবার রহমান মাহবুব (মোটর সাইকেল-জামায়াত),৪ নং ভাংনী ইউনিয়নে আব্দুল্যাহ আল মামুন (মোটর সাইকেল-জামায়াত),৫নং বালারহাট ইউনিয়নে মাওলানা আবুল হাসনাত রতন (মোটর সাইকেল-জামায়াত), ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে জয়নাল আবেদী মাস্টার (মোটর সাইকেল-জামায়াত), ৭ নং লতিবপুর ইউনিয়নে ইদ্রিস আলী ( আনারস- আওয়ামী লীগের বিদ্রোহী), ৮ নং চেংমারী ইউনিয়নে রেজাউল কবির টুটুল ( আনারস- আওয়ামী লীগ বিদ্রোহী), ৯নং ময়েনপুর ইউনিয়নে মোকছেদুল আলম সরকার মুকুল (চশমা- আওয়ামী লীগ বিদ্রোহী), ১০ বালুয়া মাসিমপুর ইউনিয়নে মো: শাহজাহান মিয়া ( মোটর সাইকেল- জামায়াত), ১১ নং বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন ( ঘোড়া- বিএনপি), ১২ নং মিলনপুর ইউনিয়নে আতিয়ার রহমান ( নৌকা- আ.লীগ), ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নে হারুন অর রশিদ তালুকদার ( ঘোড়া-বিএনপি), ১৪ নং দুর্গাপুর ইউনিয়নে সাইদুর রহমান তালুকদার ( নৌকা- আ.লীগ), ১৫ নং বড় হয়রতপুর ইউনিয়নে আব্দুল মতিন ( নৌকা- আ.লীগ), ১৬ নং ইউনিয়নে মাওলানা শফিকুল ইসলাম ( মোটর সাইকেল-জামায়াত) ও ১৭ নং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম ( মোটর সাইকেল-জামায়াত)।
বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী বলেন,অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।