সৌদি আরবের সুনামধন্য শীর্ষ আলেম শায়খ ইয়াকুবের ইন্তেকাল

পৃথিবীতে সবচেয়ে কঠিনতম সত্যের নাম হচ্ছে মৃ;ত্যু !আবার পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যতম সত্যেটাও হচ্ছে, নিশ্চিত মৃ;ত্যুর কথা জেনেও পরকালের প্রস্তুতি গ্রহন না করা। একদিন আমাদের সবাইকে মৃ‘ত্যু বরন করতে হবে।

এমনি না ফেরার দেশে চলে গেলেন সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের সাবেক সদস্য ও হায়ার ইনস্টিটিউট অব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য শায়খ ড. ইয়াকুব বিন আবদুল ওয়াহহাব আল বাহসিন ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে রিয়াদে তিনি মারা যান।

মৃ;ত্যুর সময় তাঁর বয়স ছিল ৯৫ বছর।আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) আসর নামাজের পর রিয়াদের আল রাজি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। শায়খ ইয়াকুবের পরিবারের পক্ষ থেকে এক টুইট বার্তায় একথা জানানো হয়েছে। প্রবীণ এ আলেমের ;মৃ;ত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক জানিয়েছে বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্বরা।

শায়খ ইয়াকুব ১৯২৮ সালে জন্মগ্রহণ করেন। ইরাকের বসরা নগরীতে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন। ১৯৭২ সালে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফিকাহ বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। প্রথমে বসরা বিশ্ববিদ্যালয় এরপর বাগদাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

১৯৮২ সাল থেকে সৌদির ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে অধ্যাপনা করেন। ১৯৮২ সালে অবসর নেওয়ার পর উচ্চতর গবেষণা বিভাগে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সেই সময় থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি হায়ার ইনস্টিটিউট অব সুপ্রিম জুডিশিয়ারিতে দায়িত্ব পালন করেন।