দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা!

ব্যাংককের অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগে দূতাবাসের এক সাবেক কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ নিশ্চিত করেছে যে রয়্যাল থাই পুলিশ গত মাসে স্থানীয় একজন সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে দূতাবাসে নারীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে রয়্যাল থাই পুলিশের পররাষ্ট্র বিষয়ক বিভাগের কমান্ডার খেমারিন হাসিরি বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি অস্ট্রেলিয়া দূতাবাস থেকে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

বাথরুমের মেঝেতে গত বছর ক্যামেরার এসডি কার্ড পাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ক্যামেরাগুলো কতদিন বাথরুমে ছিল তা স্পষ্ট জানা যায়নি।

এই ঘটনাটি গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক স্টাডিজের এমেরিটাস প্রফেসর হিউ হোয়াইট এএফপিকে বলেছেন।