মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির অনলাইন দ্বিভাষিক সংবাদ পোর্টাল ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গছে।
দেশটির অপরাধ তদন্ত বিভাগ জানায়, বাংলাদেশকে লক্ষ্য করে এই জুয়ার আসর পরিচালনা করা হতো এবং এর গ্রাহকরা মূলত বাংলাদেশি।
কুয়ালামপুরের সিইআইডি প্রধান হাবিবি মাজিনজি জানান, বুহতল ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইন জুয়ার এ কেন্দ্র পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতারের পাশাপাশি কম্পিউটার ও হেডফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নগর পুলিশ গত এক মাসে ১১০ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩০৬ জনকে আটক করেছে। এদের মধ্যে ১৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে।