আগামী ৭ ফেব্রুয়ারি কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে আর প্রার্থীদের পদচারনায় জমে উঠেছে প্রচার-প্রচারণা।
কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চেয়ারম্যান পদে চার প্রার্থীকে গুনতে হয়েছে জরিমানা। এসময় উস্কানীমূলক কথাবার্তা বলায় আওয়ামী লীগের এক নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট নাসরিন সুলতানা নিপা।
আজ শুক্রবার বিকেলে জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর বটতলায় জনসভা করায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.জাহিদুর রহমানকে এক লাখ টাকা, দেওয়ালে পোস্টার লাগানোয় সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী মো. জাহিদুর রহমানের সমাবেশ স্থলে উস্কানীমূলক বক্তব্য ও অশোভন আচরণ করায় আওয়ামী লীগ নেতা সুজিত পোদ্দারকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে, একই দিনে সন্ধ্যায় রাজামেহার কলেজ মাঠে দুই চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
জানা গেছে, রাজামেহার ইউপি নির্বাচনে রাজামেহার গ্রামের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মো. জাহাঙ্গীর আলম সরকার চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে জনসভা ডাকেন। ওই সভায় প্রায় এক হাজারের বেশি কর্মী-সমর্থক জড়ো হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম সভায় উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উভয় প্রার্থী তাদের দোষ স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রের কাছে ক্ষমা চান।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম বলেন, রাজামেহার এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ ও সংক্রমক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২) ধারায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারকে ৩০ হাজার ও জাহাঙ্গীর আলম সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে গুনাইঘর উত্তর ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্যকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জাফরগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।