ফের সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, বাংলাদেশিসহ আহত ২

সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ফের ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় আরব আমিরাতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও সৌদিতে দু’জন আহত হয়েছেন। আহতদের একজন বাংলাদেশি নাগরিক।

আমিরাতে হুথিদের প্রথম ড্রোন হামলার সপ্তাহ খানেকের মাথায় ফের এই হামলার ঘটনা ঘটল। সোমবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার উপসাগরীয় এই দেশটিকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে মিসাইল দু’টি আঘাত হানার আগেই সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ রাজধানী আবুধাবির কাছে বিভিন্ন এলাকায় পড়েছে। এ ধরনের হামলা প্রতিরোধে সব দলনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে আকাশেই একটি ব্যালিস্টিক মিসাইল ধ্বস করে সামরিক বাহিনী। তবে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি এলাকায় বেশ কয়েকটি গাড়ি ও ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়।

পরে হালনাগাদ তথ্যে জানানো হয়, মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে দুই বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং স্থানীয় একটি শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ওই দুই বিদেশি ঠিক কোন দেশের নাগরিক সেটি প্রতিবেদনে উল্লেখ করেনি রয়টার্স।

তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আহত দুই বেদিশির একজন বাংলাদেশের এবং অন্যজন সুদানের নাগরিক।