একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

এক বা তিন নয়, একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন সৌদি আরবের এক নারী। রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে গত ১২ জানুয়ারি স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুদের জন্ম হয়। বুধবার (১৯ জানুয়ারি) সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকদের তত্ত্বাবধানে ৩৪ বছর বয়সী ওই নারী গর্ভধারণের ২৮তম সপ্তাহে একসঙ্গে ১০ শিশুর জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে।

এদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তাদের ওই টুইট ব্যাপক সাড়া ফেলে। এ ঘটনায় চিকিৎসক দল ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেছেন অনেকে।

এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে। বিশেষ করে হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আতিয়া আল-জাহরানির প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তবে টুইটার অ্যাকাউন্টে বা সৌদি গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি।