সৌদি আরবে ছয় জনের ৩১ বছরের জেল

সৌদি আরবে অর্থ পাচার মামলায় ছয় অভিযুক্তকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আদালত অভিযুক্তদের জব্দ করা তহবিলগুলো বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি ১৫ কোটি ২০ লাখ সৌদি রিয়াল জরিমানা করেছেন, যা পাচার করা অর্থের সমান।

দেশটির পাবলিক প্রসিকিউশন সূত্র জানিয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, বেশ কয়েকটি ভুয়া প্রতিষ্ঠান ও কিছু প্রবাসী অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সূত্রটি জানায়, অভিযুক্তরা অবৈধ উপায়ে প্রবাসীদের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন।

এক্ষেত্রে তারা মোটা অঙ্কের অর্থ লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং বিরোধী আইনের দুই ধারা অনুযায়ী ফৌজদারি অপরাধ। আদালতের রায়ে সৌদি নাগরিকদের কারাবাসের সমতুল্য সময়ের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।