নতুন এক ভিসা চালু করল সৌদি আরব

সৌদি আরবে জাহাজের মাধ্যমে ভ্রমণে আসার জন্য ই-মেরিটাইম ট্রানজিট ভিসা চালু করা হয়েছে। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিসা চালুর ঘোষণা দেয় বলে জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়: ক্রুজের জাহাজের মাধ্যমে যারা আসবে তাদের জন্য ই-ভিসা ইস্যু করা হবে। ভিসা পেতে ইচ্ছুকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে পারেন।

দেশটির মন্ত্রণালয় বলছে, ক্রুজ জাহাজের টিকিট কেনার পর ভিসার আবেদন পূরণ করতে হবে। আবেদনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা সার্ভিসেস প্ল্যাটফর্মে দেওয়া হবে।

আবেদনের আনুষ্ঠানিকতা শেষ করে ভিসা প্রসেসিং করা হবে এবং সেই অনুযায়ী সৌদি দূতাবাসের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা দেওয়া হবে।