কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন

অর্থ পাচারের অভিযোগে পাঁচ পাকিস্তানি নাগরিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে গত শনিবার এই খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে- ওই ব্যক্তিরা সৌদি থেকে অন্য দেশে অর্থ পাচারের চেষ্টা করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক পুলিশ কর্মকর্তা বলেন, মদিনার একটি বাসা থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তারা অন্য কোনো দেশে অর্থ পাচারের চেষ্টা করছিলেন। তদন্তে তা বেরিয়ে আসবে।

দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে- ওই ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা সব অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে৷ এ ছাড়া, বিচারের জন্য তাদের কারাগারেও পাঠানো হয়েছে। এর আগে, চলতি বছরের এপ্রিলে প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ সৌদি রিয়াল হাতিয়ে নেওয়ার ঘটনায় ২৪ পাকিস্তানি নাগরিককে গ্রে;প্তা;র করেছিল সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি প্রশাসন।