সুদানে সোনার খনি ধসে ৩৮ জন নিহত

উত্তর আফ্রিকার দেশ সুদানে সোনার খনি ধসে ৩৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের ফুজা গ্রামে একটি পরিত্যক্ত সোনার খনিতে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার সুদানের রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণের ওই গ্রামটিতে পরিত্যক্ত খনি ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এপির খবরে বলা হয়েছে খনিটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। খনিটির পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে যাওয়ার পর স্থানীয় খনি শ্রমিকরা খনিটিতে যায়।

খনি কোম্পানিটি ফেসবুকে দুর্ঘটনার ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অন্তত দুটি ড্রেজার সম্ভাব্য জীবিত ও মৃতদেহ খুঁজে বের করতে কাজ করছে এবং এই দৃশ্য দেখতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে। অন্যান্য ছবিতে দেখা গেছে মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম মতো কবর প্রস্তুত করছে।