এক বছরের মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত

ইতালিতে স্থানীয় সময় মঙ্গলবার দেশটিতে প্রায় ৩১ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৩ ডিসেম্বর জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

এরই মধ্যে বেশ কয়েকটি প্রদেশ ও গুরুত্বপূর্ণ শহরে বড়দিন ও নববর্ষের উৎসব স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে। ইতালিতে আবারও জেকে বসতে শুরু করেছে করোনার আগ্রাসী থাবা।

শীতের শুরুতে ফের ঊর্ধমুখী করোনা সংক্রমণ। আক্রান্তের কবলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইউক্রেন, স্পেন ও ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে এক বছরের মধ্যে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বছরের শেষ সপ্তাহে বড়দিন ও নববর্ষের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে ইতালির প্রতিটি নাগরিক। চলে হরেক আয়োজন। এবার বেশ কয়েকটি প্রদেশে উৎসব উদযাপন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

দেশটির গুরুত্বপূর্ণ শহর নাপোলি, রোম, ভেরোনা, মিলান ও বলোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, শহরগুলোতে বড়দিন পরবর্তী সময়ে কোন ধরনের উৎসব উদযাপন করা যাবেনা।

করোনা সংক্রমণ বাড়ায় স্থানীয়দের পাশাপাশি চিন্তিত প্রবাসী বাংলাদেশিরাও। বড়দিন ও নববর্ষে ইতালিতে উৎসব উদযাপন বন্ধ থাকলে, আর্থিক ক্ষতির মুখে পড়বে ইতালির প্রায় ২০ হাজার বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান।

তারপরও সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা। সবাইকে প্রশাসনের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান তাদের। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৩শে ডিসেম্বর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে জরুরী বৈঠকে বসছেন ইতালির ২০টি অঞ্চলের প্রাদেশিক প্রেসিডেন্টরা। সভায় কঠোর সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়েছে ইতালির প্রথম সারির সবকটি গণমাধ্যম।